
র্যাব-১১ সিপিসি-২ কুমিল্লার অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান তথ্যটি নিশ্চিত করেছেন।
র্যাব সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাঁন্দুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শাহ নেওয়াজকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থানে অবৈধভাবে অস্ত্র প্রদর্শন করে সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ করে আসছিল বলে র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
অধিনায়ক লে. কমান্ডার মাহমুদুল হাসান বলেন, আটক সন্ত্রাসী শাহ নেওয়াজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।