আজঃ বৃহস্পতিবার ২৪ এপ্রিল, ২০২৫

রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী গ্রেফতার

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি

 

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় রাজশাহী ওয়াসার নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) সোহেল রানা ওরফে ডনকে (৪০) আটক করেছে পুলিশ (ডিবি)।

নগরীর বর্ণালী মোড়ের একটি কোচিং সেন্টার থেকে তাকে আটক করে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।

ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি সোহেল রানা ডন। মামলায় তার স্ত্রীকেও আসামি করা হয়েছে। ছাত্র-জনতার আন্দোলন দমাতে অর্থ লগ্নি করার অভিযোগ করা হয় এই প্রকৌশলীর বিরুদ্ধে।

আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন ডনকে আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডন একটি মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি। তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।’

সোহেল রানা ডনের গ্রামের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়। ডন চাকরিতে ঢোকার আগে থেকেই কোচিং ব্যবসায় জড়িত। সরকারি চাকরিতে যোগ দেওয়ার পর তিনি কাগজে-কলমে কোচিং সেন্টার দিয়ে দেন তার বাবার নামে। তবে প্রকৃতপক্ষে তিনি নিজেই পরিচালনা করেন কোচিং সেন্টার। বর্তমানে অন্তত চারটি কোচিং সেন্টার পরিচালনা করেন তিনি। তার বিরুদ্ধে প্রশ্নফাঁসে জড়িত থাকারও অভিযোগ আছে।

এ অভিযোগে ২০১৬ সালের অক্টোবরে সোহেল রানা ডনসহ ১১ জনকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইল ও ল্যাপটপে সে সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন পাঠানোর আলামত মেলে। তারপর কিছুদিন জেল খেটে বের হন সোহেল রানা ডন। প্রভাবশালী মহলের আর্শীর্বাদ থাকায় পার পেয়ে যান তিনি। প্রশ্নফাঁসে গ্রেফতার হলেও তার চাকরিও যায়নি।
[13/01, 00:25] +880 1732-426286: রাজশাহীতে ৫০ রাউন্ড গুলিসহ রিভালভার উদ্ধার

 

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

 

গত ৫ আগস্ট ২০২৪ তারিখে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তদের দ্বারা লুট হওয়া অস্ত্রের মধ্যে একটি রিভালভার এবং ৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে রাজশাহী মেট্রোপলিটনন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা পুলিশ ।

জানা যায়, শনিবার (১১ জানুয়ারি) রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানার এসআই মো: আজাহারুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিউটি অবস্থায় জানতে পারে, রাজপাড়া থানাধীন শ্রীরামপুর ভাঙ্গাপাড়া নদীর ঘাট এলাকায় পরিত্যাক্ত অবস্থায় একটি রিভলবার ও গুলি পড়ে আছে।

পরবর্তীতে রাত সাড়ে ৯টার দিকে সেখানে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় রিভলভারসহ ৫০ রাউন্ড গুলি উদ্ধার করে।

উদ্ধারকৃত রিভলভারটি পরীক্ষা করে দেখতে পায় এটি এক ব্যক্তিগত অস্ত্র। এটি রাজপাড়া থানার অস্ত্রাগারে অস্ত্রে মালিক জমা রেখেছিলেন। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় দুর্বৃত্তরা এটি অস্ত্রাগার থেকে লুট করে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

কালিয়াকৈরে এসএসসি পরীক্ষায় অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব সহ দুই শিক্ষককে অব্যাহতি।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় এসএসসি পরীক্ষায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের ঘটনায় কেন্দ্র সচিব, হল সুপার ও পর্যবেক্ষক শিক্ষককে অব্যাহতি দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ।

বুধবার (২৩-এপ্রিল) এসএসসি পরীক্ষার ভোকেশনাল আই সি টি পরিক্ষা চলাকালে অনিয়মের ঘটনায় গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষার কেন্দ্র সচিব সিরাজুল ইসলাম, ওই কেন্দ্রের হল সুপার হুমায়ুন কবির ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের আইসিটি বিভাগের শিক্ষক ও এসএসসি পরীক্ষায় পর্যবেক্ষক

কামরুল ইসলামকে অনিয়মের ঘটনায় ওই তিনজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।ঘটনা সূত্রে জানা যায়, বোর্ডের আইসিটি পরিক্ষা চলাকালীন সময়ে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন আইসিটি বিভাগের শিক্ষক। তার অনিয়ম ধরা পড়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিষয়টি সরোজমিনে শনাক্ত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।ওই কেন্দ্রে নতুন কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পেয়েছেন খালপাড় পল্লী মঙ্গল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও হল সুপারের

দায়িত্ব পেলেন আড়াইগঞ্জ আজিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু নাঈম ও গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলম।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ জানান, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে অনিয়মের অভিযোগে কেন্দ্র সচিব, হল সুপার, একজন পর্যবেক্ষককে অব্যাহতি প্রদান করা হয়েছে।

পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে সূর্যগিরি আশ্রমের শোক প্রকাশ।

খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, মানবতাবাদী মহাজ্ঞানী ব্যক্তিত্ব ক্যাথলিক ধর্মগুলো পোপ ফ্রান্সিসে’র মৃত্যুতে ফটিকছড়ি হাইদচকিয়ার সূর্যগিরি আশ্রম পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পণ্ডিত ড. তরুণ কুমার আচার্য, অর্চ্চনা রানী আচার্য, লায়ন ডা. বরুণ কুমার আচার্য, বিপ্লব চৌধুরী কাঞ্চন, টিটু চৌধুরী, ধীমান দাশ, সমীর কান্তি দাশ, সমীর পাল, অভিবসু মল্লিক গভীর শ্রদ্ধা নিবেদনপূর্বক শোক প্রকাশ করেন। পৃথিবীর সকল

মানুষের শান্তি ও কল্যাণ কামনায় এই মানবতাবাদী মহাপুরুষ সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন। তার মহাপ্রয়াণে বিশ্ব একজন উদার অসম্প্রদায়িক মানবতাবাদী ধর্মগুলোকে হারিয়েছে। মহান সৃষ্টিকর্তার কাছে সূর্যগিরি আশ্রমের সকল সদস্যদের পক্ষ থেকে তার আত্মার সৎগতি কামনা করেছেন। আমরা পৃথিবীর সকল মানুষের কাছে কাদে কাদ মিলিয়ে সৃষ্টিকর্তার কাছে সকলের কল্যাণ কামনা করছি।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ