আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

শীতার্ত মানুষদের মাঝে দৈনিক দিনকাল পাঠক ফোরামের কম্বল বিতরণ

চট্টগ্রাম ব্যুরো:

দৈনিক দিনকাল পাঠক ফোরাম চট্টগ্রামের পক্ষ থেকে পত্রিকার হকার্স ও অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে উপহার সরুপ কম্বল বিতরণ করা হয়।১৩ জানুয়ারী (সোমবার) বিকেলে চট্টগ্রাম ব্যুরো অফিসে এ কর্মসূচী পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের অন্তবর্তী কালীন কমিটির সদস্য সচিব প্রবীণ সাংবাদিক জাহিদুল করিম কচি।প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক জাহিদুল করিম কচি বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি

ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে। এর মাধ্যমে প্রকাশ পায় মানুষের প্রতি আমাদের মমত্ব ও ভালোবাসার। এসকল দুঃখী মানুষের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। আমাদের সামান্য পরিমাণও যদি এসকল অসহায়দের জন্য আমরা বরাদ্দ করি তাহলে বিন্দু বিন্দু সে দান শীতার্তদের কষ্ট লাঘবে যথেষ্ট ভূমিকা রাখতে পারে।

বিশিষ্ট সমাজসেবক দৈনিক দিনকাল পাঠক ফোরামের অন্যতম উপদেষ্টা আবু মোহাম্মদ মহসিন চৌধুরীর সভাপতিত্বে জহিরুল ইসলাম জহিরের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন দৈনিক দিনকাল চট্টগ্রামের ব্যুরো প্রধান সাংবাদিক হাসান মুকুল, জিয়া পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক রোটারিয়ান জসীম উদ্দীন, বিজনেস বাংলাদেশ চট্টগ্রামের ব্যুরো প্রধান জাহাঙ্গীর আলম, দৈনিক দিনকাল পাঠক ফোরামের অন্যতম সংগঠক

আব্দুল জলিল, সাজ্জাদ খান,মইনুদ্দিন খান রাজীব, ফটো সাংবাদিক মোহাম্মদ মিনহাজ, জাহেদুল ইসলাম জাহিদ, মনির হোসাইন আবির, মোঃ আব্দুল মান্নান, আব্দুল গনি, রুহুল আমিন, মোঃ জামাল উদ্দিন, প্রমখ। উল্লেখ্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত দৈনিক দিনকাল দেশ ও জনগণের কথা বলে।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাণীশংকৈলে গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ।

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা প্রশাসনের উদ্দোগে গ্রাম্য পুলিশদের মাঝে বাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।

বৃহস্পতিবার ১১জুলাই দুপুরে উপজেলা হলরুমের সামনে উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান ৭৫ জন গ্রাম্য পুলিশদের মাঝেবাইসাইকেল ও অন্যান্য সামগ্রী বিতরণ করেন।তিনি বলেন, রাণীশংকৈল উপজেলায় মোট ৮০জন গ্রাম্য পুলিশ আছে। ৫জন নতুন যোগদান করেছেন। তারা পরে বাইসাইকেল পাবে। বাইসাইকেলের সাথে পোশাক, কোমরের বেল, এবং একটি করে ব্যাগ দেওয়া হয়।

গ্রাম্য পুলিশদের যেহেতু রাত্রে পাহাড়া দিতে হয় এর জন্য একটি করে উন্নত টচ লাইট প্রত্যেককে দিবেন বলে নির্বাহী অফিসার জানান।

রাউজানের উরকিরচর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরামের কমিটি গঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম চট্টগ্রাম উত্তর জেলা শাখার রাউজান থানাস্থ ১২ নং উরকিরচর ইউনিয়নের আবুরখীল গ্রামে প্রীতিশোক বড়ুয়াকে আহবায়কে এবং অশোক বড়ুয়াকে সদস্য সচিব করে ৫০ সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয়েছে।আবুরখীল কেন্দ্রীয় বিহারে প্রীতিশোক বড়ুয়ার সভাপতিত্বে এবং অশোক বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফোরামের কেন্দ্রীয় কমিটির আহবায়ক সাথী উদয় কুসুম বড়ুয়া।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার বিএনপিসহ তার অংগসংগঠনের প্রত্যেক নেতাকর্মীকে মামলা হামলা এমনকি গুম করে নির্যাতনে স্ট্রীম রোলার চালিয়েছে। রাতে ঘরে থাকতে দেয়া হয়নি। কিন্তু তার পাপের মাত্রা বেড়ে যাওয়ায় সাধারণ জনগণরাস্তায় নেমে আসে। সাধারণ জনগণের প্রতিফলন ঘটে গণ অভ্যুর্থানের মধ্যদিয়ে। আমরা পেয়েছি স্বৈরাচারমুক্ত এক নতুন বাংলাদেশ। দেশের প্রতিটি জেলায় গঠন করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী বৌদ্ধ ফোরাম। যারা আজ এ নতুন কমিটিতে সদস্য হয়েছেন তাদের সবাইকে জানাই সংগ্রামী শুভেচ্ছা।
অনুষ্ঠানে নতুন সদস্যদের উপস্থিতিতে আলোচনা সভাটি প্রাণবন্ত হয়ে উঠে।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ