আজঃ বুধবার ১২ মার্চ, ২০২৫

উদ্ভাবন ও উদ্যোগকে একত্রিত করে এগিয়ে যেতে হবে : প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব

নিজস্ব প্রতিবেদক

ডাক টেলিযোগাযোগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, উদ্ভাবন ও উদ্যোগকে একত্রিত করে আমাদের এগিয়ে যেতে হবে। কেউ যদি মাস্টার্স পর্যন্ত লেখাপড়া করে চাকরি শুরু করে তাহলে শুধু

সে একজনই প্রতিষ্ঠিত হবে। কিন্তু যখন সে উদ্যোক্তা হয়ে কোন একটা প্রতিষ্ঠান দাঁড় করাবে সেখানে আরো ২০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই তরুণ প্রজন্মকে উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টির জন্য এগিয়ে আসতে হবে।

শনিবার চট্টগ্রামের আগ্রাবাদস্থ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং চিটাগং আইটি প্রফেশনাল(এসসিআইটিপি)’র যৌথ আয়োজনে ৬ষ্ঠ চট্টগ্রাম আইটি ফেয়ার-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশা’র সভাপতিত্বে বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন, তথ্য ও প্রযুক্তি বিভাগের উপসচিব মোহাম্মদ সাইফুল হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহবুবুল হক বক্তৃতা করেন। এসসিআইটিপির প্রেসিডেন্ট মোঃ আব্দুলাহ ফরিদ, স্বনামধণ্য আইটি প্রতিষ্ঠান ও বিভিন্ন ইন্ডাস্ট্রির কর্মকর্তা ও কর্মচারীসহ স্কুল কলেজের অসংখ্য শিক্ষার্থী ও সাধারণ দর্শণার্থী মেলায় উপস্থিত ছিলেন।

সচিব বলেন, আমাদের দেশে সম্ভাবনার অভাব নেই। এখানে একাডেমি থেকে শুরু করে ইন্ডাস্ট্রি, স্টার্টআপ, আইটি ইনকিউবেটর, ফ্রিল্যান্স সেক্টর সবই রেডি। এসব খাতকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, ফ্রি-ল্যান্স করে যারা আয় করে তাদের আয়কে আরো নিরাপদ এবং সহজলভ্য করতে অন্তর্বর্তীকালীন সরকার পেপালের মতো আন্তর্জাতিক সংস্থাকে এদেশে আনার উদ্যোগ নিয়েছে। এর ফলে তরুণ সমাজ চতুর্থ শিল্প বিপ্লবে আইসিটি ব্যবহারের মাধ্যমে উদ্ভাবনী কাজে আরো বেশি উৎসাহিত হবে।

তিনি আরো বলেন, একটা দেশের অর্থনীতির চাকা সচল রাখে ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রির মধ্যে প্রাইভেট সেক্টরগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেশে অনেক মেধাবী শিক্ষার্থী রয়েছে। এসব মেধাবী শিক্ষার্থীদের প্রাইভেট সেক্টরে কাজ করতে হবে। মেধাবীদের সেক্টরভিত্তিক কাজে আরো দক্ষ করে গড়ে তোলার জন্য আইসিটি ডিভিশন নানা প্রকল্প হাতে নিয়েছে। আইসিটি ইন্ডাস্ট্রিতে দক্ষ শিক্ষার্থীদের কাজ করার মাধ্যমে দেশের অর্থনীতিকে আরো সমৃদ্ধশালী করা যাবে। তিনি বলেন, বর্তমানে আমরা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড এর মধ্যে আছি। কর্মক্ষম জনশক্তিকে কাজে লাগিয়ে এর সুফল ঘরে তুলতে হবে।
সচিব বলেন, কোভিড মহামারীর সময় সুরক্ষা এ্যাপ মানুষের অনেক উপকারে এসেছে। বর্তমানে এর কার্যকারিতা কমে গেছে। আশার কথা হ”েছ -সুরক্ষা এ্যাপ আবার চালু করা হচ্ছে। মানুষ প্রয়োজনীয় তথ্যাদি এ এ্যাপের মাধ্যমে নিতে পারবে।

এ আইটি ফেয়ার ২০ জানুয়ারি পর্যন্ত চলবে। ভারত চীন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যভিত্তিক আইটি ও সল্যুশন বেইজড প্রতিষ্ঠান মিলে দেশী-বিদেশী প্রায় ৪০টি প্রতিষ্ঠানের ৬০টির মতো স্টল মেলায় স্থান পেয়েছে।পরে তিনি মেলা উদ্বোধন ও স্টল পরিদর্শন করেন।

 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

দেশব্যাপী নারী হেনস্থার প্রতিবাদে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের মানববন্ধন

দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন, ধর্ষণ, অনলাইনে হেনস্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রামে কেন্দ্র ঘোষিত মানববন্ধন কর্মসূচি পালন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল।

আজ সোমবার (১০ মার্চ) সকালে চট্টগ্রামে স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন করেছে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদল । এসময় প্রিমিয়ার ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা মোঃ আরমান হোসেন, মোঃ মানিক রতন তানিম, সামির হায়দার, হৃদয় মোল্লা, আহসান আলমগীর চৌধুরী, সামিরা নুর সহ নেতৃবৃন্দ।

পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রাঙ্গণে মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা
রিয়াদুল হক রিয়াদ, আতিক, জিসান সহ ছাত্রদল নেতৃবৃন্দ।

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের হেডকোয়ার্টারে সোমবার (১০ মার্চ) আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মাসিক কল্যাণ ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. মো.নাজমুল করিম খান।

উক্ত কল্যাণ সভায় পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনারগণ এবং উপ-পুলিশ কমিশনারগণসহ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ পুলিশের সার্বিক কল্যাণ এবং শৃঙ্খলা নিয়ে তাদের মূল্যবান মতামত প্রদান করেন। এছাড়াও গত মাসে পুলিশের ওয়ারেন্ট তামিল এবং ভাল কাজের স্বীকৃতি স্বরূপ মাননীয় পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের মধ্যে অর্থ পুরস্কার বিতরণ করেন।

পুলিশ কমিশনার ঈদের কেনাকাটা নির্বিঘ্ন করতে এবং ছিনতাই প্রতিরোধে জিএমপি পুলিশের বিভিন্ন ইউনিটকে নির্দেশনা প্রদান করেন এবং ঈদে ঘরে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি মুলতবি মামলার দ্রুত নিষ্পন্ন করণ এবং ওয়ারেন্ট তামিলে আরো কার্যকর পদক্ষেপ গ্রহণ করার জন্য নির্দেশনা প্রদান করেন। সাধারণ মানুষ যাতে কোন ভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে সতর্কদৃষ্টি রাখতে সবাইকে নির্দেশনা দেন। পরিশেষে সকলের সর্বাঙ্গীর মঙ্গল কামনা করে অনুষ্ঠান সমাপ্তি করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ