
চৌদ্দগ্রাম উপজেলার কর্তাম ক্রিড়া চক্র কর্তৃক আয়োজিত ইউসুফ জুয়েলার্স কর্তাম প্রিমিয়ার লীগের ৮ম আসরের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গুনবতী ইউনিয়নের আমির ইউসুফ মেম্বার।
শুক্রবার (৭ ফেব্রুয়ারী) গুনবতী হাইস্কুল মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে গুনবতী স্পোর্টিং ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. মঞ্জুর আহমেদ সাকি’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেইথ প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আ ন ম মেসকাত উদ্দিন সেলিম, এক্সসেপ্ট প্রপার্টিজ লিঃ এর চেয়ারম্যান বিশিষ্ট রাজনীতিবিদ আবু সাইদ মজুমদার।
চৌদ্দগ্রাম বালিকা পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবদুল হামিদ এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রফেসর খোরশেদ আলম, গুনবতী আল ফারাবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বাবুল, গুনবতী হাইস্কুলের সিনিয়র শিক্ষক মাহবুবুর রশিদ মিলন, কর্তাম কেন্দ্রীয় জামে মসজিদের সেক্রেটারি মোহাম্মদ শহিদ উল্লাহ, প্রগতি লাইফ
ইন্সুইরেন্স কোম্পানীর এসবিপি মাজহারুল ইসলাম টিটু, প্রগতি লাইফ ইন্সুইরেন্স কোম্পানীর সিলেট জোন প্রধান আকবর হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহীন, সাবেক ফুটবলার রেলওয়ে পুলিশ কর্মকর্তা কামাল হোসেন, কর্তাম ক্রিড়া চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও বিশিষ্ট ব্যাংকার আশরাফুর রহমান বাবলু, গুনবতী স্পোর্টিং ক্লাবের
সভাপতি এনামুল হক নয়ন (জিকো), বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান, গুনবতী হাইস্কুল মাঠ উন্নয়ন পরিষদের সদস্য সচিব মোবারক হোসেনসহ গুনবতী ইউনিয়নের সিনিয়র ক্রিকেটার বৃন্দ ও কর্তাম ক্রিড়া চক্রের সদস্য বৃন্দ।