শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯'তম জন্ম বার্ষিকী উপলক্ষে পাইকগাছার চাঁদখালী ইউনিয়ন ও কলেজ ছাত্রদলের আয়োজনে ফ্রী চক্ষু সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে চাঁদখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আয়োজিত ফ্রী চক্ষু ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ডাঃ আব্দুল মজিদ (এমবিবিএস)। অনুষ্ঠানে মোঃ বাকু বিল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এসময়ে এস এম নাজমুল হুদা মিন্টুর সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল্লাহ সরদার, সচিব আব্বাস উদ্দিন, মোঃ রেজাউল সদ্দার,মোঃ শাহিদ, মোঃ আনিস উদ্দিন, কুদ্দুস মোড়ল, ছালেক সরদার, কুদ্দুস সরদার, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম, আব্দুল হান্নান, মহম্মদ খাইরুল ইসলাম, শহিদুল ইসলাম, সোহাগ গাজি, শামসুদ্দিন ছোট, রাফসান জামান, সম্রাট, ইয়াসিন, ইসমাইল, সবুজ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ।