
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের পাশে আনোয়ারা বেগম নামের একটি আধাপাকা মার্কেটে ৩ ফ্রেরুয়ারি সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুন লাগে।
আগুন লাগার খবর পেয়ে ভোগড়া ও জয়দেবপুর
ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিনের ছাউনিযুক্ত আধাপাকা মার্কেটটিতে কয়েকটি দোকান ছিল। দোকানগুলোতে গ্যাসের চুলা, গ্যাসের চুলার বিভিন্ন খুচরা মালামাল, গ্যাস সিলিন্ডারসহ বিভিন্ন মালামাল বিক্রি করত ব্যবসায়ীরা। আজ বিকেল সাড়ে ৩টার দিকে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত। মুহূর্তেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ–সহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, ‘সাড়ে ৩টার কিছু সময় পর আগুন লাগার খবর পেয়ে প্রথমে ভোগড়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজে যোগ দেন। পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের আরও দুটি ইউনিটসহ পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। তাদের প্রচেষ্টায় এক ঘণ্টা পর বিকেল সোয়া ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে তদন্তের সাপেক্ষে জানা যাবে।
