কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের ঐতিহ্যবাহী কুলাসার পুরাতন জামে মসজিদদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ একরামুল হক হারুন। প্রধান ওয়াজিন হিসেবে ওয়াজ করেন এশিয়ান টেলিভিশনের ধর্মীয় আলোচক চৌদ্দগ্রামের কৃতি সন্তান মুফতি মোবারক বিন নুরুল আলম।
মসজিদ সেক্রেটারী সাংবাদিক এ এফ এম রাসেল পাটোয়ারীর পরিচালনায় এতে আরো ওয়াজ করেন ফেনী পাঠান নগর আমানীয়া ফাজিল মাদ্রাসার অধ্যাক্ষ মাওলানা মশিউর রহমান।কুলাসার মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসার সুপার ইসমাইল হোসেন সিরাজী হাফেজ আব্দুল হান্নান খোন্দকার। মাওলানা কাজী মো: মহি উদ্দিন। এতে আমন্ত্রিত মেহমান হিসেবে ছিলেন জহির উদ্দিন রাসেল। ডা: গোলাম কিবরিয়া টিপু।
মজিবুর রহমান ভূইয়া। চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক সিরাজুল ইসলাম ফরায়েজী। নুরুল আফসার মোল্লা। কাজী জুলহাস জসিম। মজিবুল ইসলাম। কবি শহিদ উল্লাহ ভূইয়া মসজিদ কমিটির সভাপতি রফিকুল হক । সার্বিক ব্যবস্থাপনায় আবদুল হক কোম্পানি ও আবু সায়েম পাটোয়ারী, নজরুল ইসলাম মামুন,। জুয়েল পাটোয়ারী। ইমাম এয়াছি ও রায়হান পটোয়ারী।