হাটহাজারী ফরহাদাবাদ সফিনগর বসন্তর শীলের বাড়িতে শ্রী শ্রী বাণী অর্চনা ও সরস্বতী পূজা উপলক্ষে ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার বার্ষিক গীতা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতা করেন সুজন শীল, সুমন শীল, বিজন শীল। এ সময় উপস্থিত ছিলেন বাগীশিক ফরহাদাবাদ ইউনিয়নের সভাপতি গকুল মল্লিক, সাধারণ সম্পাদক মানিক নাথ, অর্থ সম্পাদক শ্রী টিপলু নাথ ও গীতা
স্কুলের সাবেক শিক্ষক ইমন, শিক্ষক ঐরূপ শীল, সফিনগর শীল বাড়ির সভাপতি রুবেল শীল। আরো উপস্থিত ছিলেন সফিনগর শীল বাড়ির সকল সদস্য। অনুষ্ঠানে ১৫০ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।