নগরীর খুলশী ৩নং রোড জালালাবাদ টাওয়ার গোড়া হিরণ পয়েন্ট খুলশী চাইল্ড গ্রামার কে.জি.স্কুল মিলনায়তনে ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সার্বিক সহযোগিতায় খুলশী চাইল্ড গ্রামার কে.জি.স্কলের অধ্যক্ষ লায়ন লুভনা হুমায়ুন সুমির তত্ত্বাবধানে স্কুলের ছাত্র/ছাত্রীদের মধ্যে প্যাথলজি এইচবিএসএজি ও রক্তের গ্রুপ নির্ণয় টেষ্ট অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন
ইমেজ নাসিরাবাদ ক্লিনিকের সার্ভিস প্রমোটর অফিসার কলিন্স দাশ, সার্ভিস প্রমোটর রূপনা রাণী আচার্য, প্যারামেটিক উজলা দাশ। এতো আরো উপস্থিত ছিলেন শিক্ষিকা নুরুন্নাহার, আঞ্জুমান আরা, রুমানা আকতার, মিসেস শিরিনা, লিপি হায়দার, নওশিন হোসাইন, জান্নাতুল ফেরদৌস, রশিকা সুলতানা প্রমূখ। প্রায় ৫০ জন এইচবিএসএজি ও ৭০ জন এর রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।