জাতীয় গ্রন্থাগার দিবস ২০২৫ উপলক্ষে এবং শিশুর মনের বিকাশের জন্য বই পড়ার কোন বিকল্প নেই !!
"আলোচনা সভা”শীর্ষ এই আলোচনা সভায় বক্তব্য রাখেন পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সানাউল্লাহ খান, কার্যকারী কমিটির সদস্য দুই মোঃ সাজু খান, লাইবেরিয়ান মো:-সাজ্জাদ খান সহ পাঠাগারটির পাঠক মাসুম পারভেজ
সবার জন্য পড়া উন্মুক্ত পাঠাগার প্রতিষ্ঠাতা:-শাহাদাত হোসেন বলেনআমার আজও মনে পড়ে.. ছোটবেলা থেকে নতুন বইয়ের গন্ধ প্রচন্ড ভালোবাসতাম, যা আজও বিন্দুমাত্র কমলো না ! গাছ ও পানির অপর নাম যদি হয়ে থাকে জীবন ! তাহলে চোখের আপর নাম দৃষ্টি..আমার কাছে বইয়ের আপর নাম আলো !! জীবনের পদে পদে ঘন কুয়াশা ভেদ করে আলোর ছটা ছড়ায় যে সূর্য তার নাম বই !! বইয়ের জগর্তে যে এক'বার প্রবেশ করছে একনিষ্ঠাভাবে সেই কুড়িয়েছে পৃথিবীর শ্রেষ্ঠতব মণিমুক্তা !