আজঃ শুক্রবার ১১ জুলাই, ২০২৫

নেত্রকোণায়’ বিজয় একাত্তর ‘ পত্রিকার মোড়ক উন্মোচন ও কবি সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোণা।

নেত্রকোণায় কবি সম্মাননা ও ‘বিজয় একাত্তর ‘ পত্রিকার মোড়ক উন্মোচন এবং লেখক কপি বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী,২০২৫) মোক্তারপাড়াস্হ আর্যগৃহে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।নেত্রকোণা আবৃত্তি নিকেতন ও বিজয় একাত্তরের পক্ষ থেকে শিল্প সাহিত্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ভালোবাসার কবি তানভীর জাহান চৌধুরীকে এ সম্মাননা প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, প্রফেসর ননী গোপাল সরকার। উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন –প্রফেসর শীতাংশু কুমার ভদ্র,প্রবীণ সাংবাদিক শ্যামলেন্দু পাল,বীর মুক্তিযোদ্ধা এখলাস আহমেদ কোরেয়েশী,কবি ও সাংবাদিক কামাল হোসাইন, সাংবাদিক পল্লব চক্রবর্তী, বাংলাদেশ প্রেস ক্লাব, ময়মনসিংহ বিভাগীয় সভাপতি সাংবাদিক শামীম তালুকদার, প্রভাষক কনক পন্ডিত, কবি তৌফিক

আজিজ,সিনিয়র শিক্ষক প্রশান্ত সরকার, প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক ওবায়দুল হক রিপন,কবি ও শিক্ষক সাইফুন্নাহার, কবি তানভীয়া আজিম,কবি রীমি ফেরদৌসী, সাংবাদিক সোহেল রেজা,সাংবাদিক আব্দুর রহমান, কবি ও সাংবাদিক মুহা. জহিরুল ইসলাম অসীম, কবি হাবীবা আক্তার সাজেদা,কবি দেবব্রত দাস,বাচিক শিল্পী পহেলী দে, কবি পারভেজ কামাল প্রমুখ। আবৃত্তি করেছেন, অবন্তী, পূর্বা, পৃথা,বর্ষা ও বিশিষ্ট আবৃত্তি শিল্পী কবি পহেলী দে।

অনুষ্ঠানের প্রারম্ভেই কবি তানভীর জাহান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন নেত্রকোণা আবৃত্তি নিকেতনের শিক্ষার্থীবৃন্দ।কবিকে উত্তরীয় পরিয়ে দেন কবি সাইফুন্নাহার ও কবি তানভীয়া আজিম।কবির হাতে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেন অনুষ্ঠানের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী ও বিশেষ অতিথি প্রফেসর শীতাংশু কুমার ভদ্র। কবি তানভীর জাহান চৌধুরী উক্ত অনুষ্ঠানে অনুভূতি ব্যক্ত করেন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

চট্টগ্রামে ছয় বছরে অন্ততঃ ১৫ জনের মৃত্যু, ফের নালায় পড়ে শিশুর মৃত্যু

চট্টগ্রাম মহানগরে নালায় পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে হালিশহর আনন্দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।ওই শিশুর নাম হুমায়রা (৩)। প্রত্যক্ষদর্শীরা জানান, উদ্ধার শেষে হাসপাতালে নেওয়া হলেও শিশুটিকে আর বাঁচানো যায়নি। এদিকে গত ছয় বছরে চট্টগ্রাম মহানগরে খাল-নালায় পড়ে অন্ততঃ ১৫ জনের মৃত্যু হয়েছে।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর মো. সেলিম জানান, শিশুটি বাড়ির পাশের একটি দোকানে যাওয়ার সময় খোলা একটি নালায় পড়ে যায়। নালার স্ল্যাবটি তোলা থাকায় ওপরে পানি জমে ছিল, ফলে নালাটি বোঝা যায়নি। অসাবধানতাবশত শিশুটি সেখানে পা রাখলে পানির স্রোতে ভেসে যায়।

তিনি আরও বলেন, শিশুটিকে নালায় পড়ে যেতে দেখে আশপাশের কয়েকজন উদ্ধারের চেষ্টা করলেও পারেননি। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে আমাদের উদ্ধারকর্মীরা গিয়ে শিশুটিকে উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং তারা দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।
এর আগে, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় বৃষ্টির মধ্যে নগরীর চকবাজারের কাপাসগোলায় হিজড়া খাল সংলগ্ন নালায় যাত্রীবাহী একটি ব্যাটারিচালিত অটোরিকশা পড়ে যায়।

অটোরিকশায় মায়ের কোলে ছয় মাস বয়সী শিশুসহ তিন যাত্রী ছিলেন। বাকিরা উদ্ধার হলেও শিশুটি তলিয়ে যায়। প্রায় ১৪ ঘণ্টা পর সেহেরিশ নামে ছয় মাস বয়সী মেয়েটির লাশ মেলে ঘটনাস্থল থেকে আনুমানিক পাঁচ কিলোমিটার দূরে চাক্তাই খালে।এ ঘটনা নিয়ে তোলপাড় শুরু হলে সিটি করপোরেশন নগরীর সব খাল-নালার পাড়ে বাঁশের বেস্টনী দেওয়ার উদ্যোগ নিয়েছিল।

প্রসঙ্গত, গত ছয় বছরে নগরে খাল-নালায় পড়ে অন্ততঃ ১৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২০২০ সালে ২ জন, ২০২১ সালে ৫, ২০২৩ সালে ৩, ২০২৪ সালে ৩ জন এবং চলতি বছর এ পর্যন্ত ২ জন।

চসিক মেয়রের সঙ্গে টরন্টোতে কনসাল জেনারেলের বৈঠক

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন টরন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল মোঃ ফারুক হোসেনের সঙ্গে বুধবার বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ ও কানাডার মধ্যে বাণিজ্য ও পেশাদার সহযোগিতা বৃদ্ধির সম্ভাবনা ও প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকারে উভয় পক্ষ উল্লেখ করেন যে, বাংলাদেশ থেকে কানাডায় আমদানি করা সকল পণ্য শুল্কমুক্ত হলেও, বর্তমানে কেবলমাত্র তৈরি পোশাক শিল্প এই সুবিধা পুরোপুরি কাজে লাগাচ্ছে। অন্যান্য শিল্পেও এই সুযোগ গ্রহণের জন্য উৎসাহিত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

উচ্চ শিপিং খরচ বাংলাদেশি পণ্যের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমিয়ে দিচ্ছে, যা বড় পরিমাণে পণ্য পরিবহনের জন্য বাল্ক শিপিং কৌশল গ্রহণের মাধ্যমে কমানো যেতে পারে বলে মতামত প্রকাশ করা হয়।
কানাডায় বাংলাদেশী প্যাকেজড ও ফ্রোজেন খাবারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। তবে কানাডিয়ান খাদ্য সনদপত্র গ্রহণে প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে ফ্রোজেন খাবারের ক্ষেত্রে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর মানদণ্ডের সঙ্গে কানাডিয়ান কর্তৃপক্ষের পারস্পরিক স্বীকৃতির অভাব রয়েছে।

বাংলাদেশী জুট পণ্যের কানাডায় চাহিদা থাকলেও, চীনের সস্তা পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করা কঠিন। এই ক্ষেত্রে উদ্ভাবন ও মানোন্নয়নের মাধ্যমে প্রতিযোগিতামূলক হওয়ার প্রয়োজনীয়তা আলোচনা হয়।

ব্যক্তিগত পরিচর্যা কর্মী খাতেও বাংলাদেশি পেশাজীবীদের জন্য সুযোগ রয়েছে, তবে বাংলাদেশের নার্সিং কলেজগুলোকে কানাডিয়ান মানদণ্ডে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া জটিল হওয়ায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।তথ্যপ্রযুক্তি খাতে সফটওয়্যার ডেভেলপমেন্ট আউটসোর্সিংয়ের সম্ভাবনা থাকলেও, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কারণে এই খাত হুমকির সম্মুখীন।

মোঃ ফারুক হোসেন, যিনি ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে টরন্টোতে বাংলাদেশ কনসুলেট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং ডাঃ শাহাদাত হোসেন উভয়েই এই প্রতিবন্ধকতাগুলো দূর করতে এবং বাংলাদেশ-কানাডা সম্পর্ক আরো সুদৃঢ় করতে পরবর্তী সময়ে আরও আলোচনা ও সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ