গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার ডিআইজি মোল্যা নজরুল ইসলামকে শুক্রবার রাতে আটক করা হয়েছে। আটকের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কিছু জানানো না হলেও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ এবং একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, তার নামে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
থানায় মামলার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল থেকেও তার নামে ওয়ারেন্ট ছিল
পুলিশ আরও জানায়, মোল্যা নজরুল ইসলাম রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে সংযুক্ত ছিলেন।