আজঃ বুধবার ২৬ মার্চ, ২০২৫

চট্টগ্রামে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ম্যাক্সিমা চালকদের

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রাম মহানগরীতে এক ঘণ্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সিএনজিচালিত অটোরিকশা (ম্যাক্সিমা) চালকরা। রোববার দুপুরে কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করেন তারা। এদিন দুপুর সাড়ে ১২টার দিকে অটোরিকশা চালকরা নগরীর কোতোয়ালী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

সড়কের মাঝখানে অটোরিকশা রেখে তারা বিভিন্ন স্লোগান দেন। এতে নগরীর কোতোয়ালী থেকে লালদিঘী পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন যাত্রীরা। অনেকেই পায়ে হেঁটে গন্তব্যে যেতে বাধ্য হন। দুপুর দেড়টার দিকে পুলিশের আশ্বাসে চালকরা সড়ক ছাড়েন।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (কোতোয়ালী) মোহাম্মদ মারিফুল করিম বলেন, ওই রাস্তা অনেক ব্যস্ত থাকে, যেহেতু সেটা আদালত পাড়া।

ওসব ম্যাক্সিমা গাড়ির জন্য ওখানে প্রায়ই যানজট লেগেই থাকে। আমাদের কোতোয়ালীর এক সার্জেন্ট রাস্তার ওপর গাড়ি দাঁড় করিয়ে রাখায় রাসেল নামে এক ম্যাক্সিমার চালককে মামলা দেয়। পরে অন্য চালকরা এটার প্রতিবাদ করে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে আমরা গিয়ে তাদের সঙ্গে কথা বলি।

পুলিশের এ কর্মকর্তা বলেন, তাদেরকে আমরা বলেছি কোনো দাবি থাকলে অফিসে এসে কথা বলতে। সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। যদি গাড়ির সব ডকুমেন্ট ঠিক থাকে তাহলে ওই চালকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হবে না। পরে তারা আশ্বাস পেয়ে সড়ক ছাড়েন।

জানতে চাইলে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল করিম বলেন, সড়কে পার্কিং করায় তাদের একজনকে মামলা দেওয়া হয়েছিল। সে জন্য তারা কিছুক্ষণ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। পরে ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে তাদের সঙ্গে বৈঠক করেন। এর কিছুক্ষণ পরেই তারা সড়ক থেকে উঠে যায়।

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

রাজশাহীতে মোটরসাইকেল চোর গ্রেফতার।

রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানা এলাকায় স্থানীয় জনতার সহায়তায় এক মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।গ্রেপ্তারকৃত আসামি মো: জনি (৩২) রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার জিন্নানগর এলাকার মো: তসলিমের ছেলে।

ঘটনা সূত্রে জানা যায়, কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম মুন্সিপাড়ার একটি দোকানের সামনে এক ব্যক্তি তার মোটরসাইকেল রেখে দোকানের ভিতরে যান। কিছু সময় পর ঐ ব্যক্তি দোকানের সিসি ক্যামেরায় দেখতে পান যে, তার মোটরসাইকেল চুরি করে নিয়ে যাচ্ছে। তখন তিনি “চোর, চোর” বলে চিৎকার শুরু করেন এবং চোরদের পিছু নেন। তার চিৎকারে স্থানীয় জনতা জনিকে মোটরসাইকেলসহ আটক করে। এসময় জনির সহযোগী কৌশলে পালিয়ে যায়। সংবাদ পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেল উদ্ধারসহ জনিকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত আসামি এবং তার সহযোগীদের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

শিবগঞ্জে ট্রাক চাপায় সাইকেল চালক নিহত।

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক চাপায় মোজাম্মেল হক (৬৫) নামে এক বাইসাইকেল চালক নিহত হয়েছে। রবিবার (২৩ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ- সোনামসজিদ মহাসড়কের ধুবপুকুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোজাম্মেল শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর চাইপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান, সকালে ধোপপুকুর এলাকায় সোনামসজিদ গামী একটি ট্রাক বাইসাইকেল চালক মোজাম্মেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মোজাম্মেলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ