সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার রাজধানীর সোবহানবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।ডিবি জানিয়েছে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
দীপঙ্কর তালুকদার রাঙামাটি আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তাঁকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী করা হয়। তিনি ২০১৪ সাল পর্যন্ত এ দায়িত্বে ছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হলে সব মন্ত্রী–এমপিরাই আত্মগোপনে চলে যান। এদের অনেকেই অবশ্য বিভিন্ন সময় গ্রেপ্তার হয়েছেন।