বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে "বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বন্টন, অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা" শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হবে।
নগরীর ইন্জিনিয়ার্স ইনস্টিটিউশন হলে অনুষ্ঠিতব্য সেমিনারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা এ. টি এম. মাসুম, সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. আহমদ আলী, সেমিনারে আলোচক হিসেবে থাকছেন
চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান ড. মুহাম্মদ মাহমুদুল হাসান। এছাড়া উক্ত সেমিনারে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ও আলেম ওলামাগণ উপস্থিত থাকবেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে "বাংলাদেশে যাকাত-ওশর আদায় ও বন্টন, অব্যবস্থাপনা ও কার্যকর কর্মপন্থা" শীর্ষক সেমিনার সফল করার আহ্বান জানান নগর জামায়াতের আমীর আলহাজ্ব শাহজাহান চৌধুরী।