আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বিদায় বিশ্বাসী তরিকতপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া নিয়ে মাইজভান্ডার দরবার শরীফের সম্মানিত আওলাদে পাকগণের সাথে মতবিনিময় করেন মাইজভাণ্ডারী ঘরানার আলেম ওলামাগণ। মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া রহমানিয়া মইনীয়া মনজিলে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় তরিকাপন্থীদের চলমান ঐক্য প্রক্রিয়া কে এগিয়ে নিতে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এতে সম্মানিত আওলাদে পাকগণের মধ্যে প্রতিনিধিত্ব করেন, ড. সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজভাণ্ডারী ( গাউসিয়া রহমানীয়া মইনীয়া মনজিল), সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া হক মঞ্জিল), সৈয়দ সাজ্জাদ হোসাইন সোহেল মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), সৈয়দ আহমদ নাভিদ হাসান মাইজভাণ্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ হোসাইন সাইফ নিহাদুল ইসলাম মাইজভান্ডারী (গাউসিয়া আহমদিয়া মনজিল), ডা. সৈয়দ মিশকাতুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল),
এ্যাড. সৈয়দ মিফতাহুন নুর মাইজভাণ্ডারী (গাউসিয়া রহমান মনজিল), সৈয়দ নূর হোসাইন মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ কামরুল হাছান মাইজভাণ্ডারী (গাউসিয়া আমিন মনজিল), সৈয়দ গোলাম মুস্তাফা মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি), সৈয়দ তরিকত উল্লাহ মাইজভাণ্ডারী (পুরাতন বাড়ি)।
আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন মুফতি আল্লামা সাকিউল কাউসার, আল্লামা শায়েস্তা খান আজহারী, মাওলানা মাসুম কামাল আজহারী, মুফতি আল্লামা বাকিবিল্লাহ্ আজহারী, আল্লামা শেখ সাইফুল্লাহ ফারুকী চরণদ্বীপি, আল্লামা মিনহাজুল ইসলাম সহ আরো অনেকেই।