চট্টগ্রাম মহানগরীতে নারী ও শিশুসহ ২০ রোহিঙ্গাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। তারা নোয়াখালীর ভাসানচরের আশ্রয় শিবির থেকে পালিয়ে এসেছে বলে জানিয়েছে পুলিশ। আটক ২০ জন হলেন- মানজুরুল হক (৫০), ইউনুছ(২৫), তৈয়ব (৩২), ফারুক (২৫), সেলিম (২২), গনি ইসলাম (২২), রশিদা বেগম (২৪), পারভীন বেগম (২৩), আছিয়া (২০), নূর কাইয়ুম (১৮) এবং বিভিন্ন বয়সী ১০টি শিশু। সোমবার ভোরে নগরীর বন্দর থানার
আনন্দবাজারে চট্টগ্রাম বন্দরের বে-টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, ভোররাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে আনন্দবাজার এলাকায় একদল শিশুসহ নারী-পুরুষের সন্দেহজনক অবস্থান দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে আমরা গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা বলে স্বীকার করে। তারা প্রথমে কক্সবাজারের উখিয়ায় এবং পরবর্তী সময়ে ভাসানচরে রোহিঙ্গা ক্যাম্পে ছিল।
গত রোববার দালালের মাধ্যমে তারা ভাসানচর থেকে পালিয়ে আসে। সমুদ্রপথে ট্রলারে করে এনে গত রাত ৯টার দিকে তাদের আনন্দবাজার এলাকায় সাগরপাড়ে নামিয়ে দিয়ে ট্রলারটি চলে যায় বলে রোহিঙ্গারা আমাদের জানিয়েছে। আমরা তাদের আবার ভাসানচরে ফেরত পাঠানোর চেষ্টা করেছি। কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতিক্রমে তাদের আমরা উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাঠাচ্ছি।
এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর আনোয়ারার পারকি সমুদ্র সৈকত থেকে ২৫ জন এবং চলতি বছরের ১ জানুয়ারি একই এলাকা থেকে আরও ২০ রোহিঙ্গাকে আটক করেছিল পুলিশ। তারাও নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে এসেছিল।