আজঃ বুধবার ১৯ মার্চ, ২০২৫

গণতন্ত্রের কোন বিকল্প নেই ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

রেজাউল ইসলাম মাসুদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন ছাত্ররা যেভাবে ছাত্র জনতার গণঅভ্যর্থন কে সংগঠিত করে নতুন বাংলাদেশ নির্মাণ করার একটি সুযোগ করে দিল। সেই সুযোগটা যেন তারা গ্রহণ করেন শুধু রাজনৈতিক সামাজিক জীবন শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য সর্বক্ষেত্রে যাতে আবর নতুন একটি বাংলাদেশ দেখতে পান।

ঠাকুরগাঁও জেলা বিএনপি’র আয়োজনে জেলা স্কুল বড় মাঠে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন গণতন্ত্রের কোন বিকল্প নেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে নির্বাচন এই হচ্ছে একমাত্র পথ। যার মাধ্যমে তারা গণতন্ত্রে ফিরে যেতে পারে। সেটাই একমাত্র পথ যেটাকে নিয়ে সামনে এগিয়ে যেতে পারে। তার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন।

জিয়াউর রহমান কে মনে করে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং বর্তমান নেতা তারেক রহমান যিনি দলের নেতৃত্ব দিচ্ছেন পরিবর্তন এবং নতুনদের আগমন এইজন্য তিনি সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। এইজন্য তিনি তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠাকুরগাঁও পৌর শাখার সদস্য, ফুটবল লীগ পরিচালনা কমিটি সভাপতি শরিফুল ইসলাম শরিফের সভাপতিত্বেএ সময়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঢাকা উত্তর শাখার আহবায়ক আমিনুল হক, কেন্দ্রীয় নির্বাহী কমিটি পল্লী ও সমবায় বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সৈয়দ রুম্মান বিন ওয়ালী সাব্বিরসহ অন্যান্যরা। 

শেয়ার করুন-

Share on facebook
Share on whatsapp
Share on twitter
Share on linkedin

আরও খবর

ফ্যাসিস্টের প্রেতাত্মারা ষড়যন্ত্রে লিপ্ত।

কেন্দ্রীয় যুবদলের সাবেক চট্টগ্রাম বিভাগীয় সহ-সভাপতি মুহাম্মদ শাহেদ বলেছেন, খুনি হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার প্রেতাত্মারা রয়ে গেছে। ফ্যাসিবাদের সহযোগী এই প্রেতাত্মারা দেশ ও গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। এটি শুধু বিএনপির একার দায়িত্ব নয়, বরং দেশপ্রেমিক সকল রাজনৈতিক দল ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা ও গণতন্ত্রবিরোধী সকল অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

তিনি আজ মঙ্গলবার (১৮ মার্চ) পাঁচলাইশ থানা যুবদলের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণকালে মুরাদপুরস্থ আপন গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অসহায় ও নিম্ন আয়ের লোকজনের মধ্যে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
মুহাম্মদ শাহেদ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বিএনপি সবসময় দেশ ও জনগণের জন্য রাজনীতি করে এসেছে। এ দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আমৃত্যু কষ্ট করে গেছেন।

তিনি আরও বলেন, জনগণের হারানো ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারেক রহমানের নেতৃত্বে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে, যাতে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় এবং দেশের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার করা যায়।

পাঁচলাইশ থানা যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী সাকির সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সেলিম উদ্দিন রাসেল, রাজন খান, ওমর ফারুক, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, ধর্ম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন মুকুল, সহ-দপ্তর সম্পাদক মো. সাহেদ, জহিরুল ইসলাম জহির, সহ-সাহিত্য বিষয়ক সম্পাদক হামিদুল হক চৌধুরী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ কামাল উদ্দিন, দক্ষিণ জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, সদস্য প্রফেসর সাইদুল হক সিকদার, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রিদোয়ান হোসেন জনি, শাহিদুল ইসলাম মাসুম, এনামুল হক চৌধুরী কামাল, শহিদুল ইসলাম কুট্টি, মিল্লাত হোসেন, হুমায়ূন আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মো. জাবেদ হোসেন, মোহাম্মদ নাসির, আরিফুল ইসলাম ইলু, মো. হাসান তোফা, কোরবান আলী রহিম, মাইনুদ্দিন মামুন, মোহাম্মদ রফিক, মোহাম্মদ ইউনুস, মো. মোরশেদ, সোলায়মান হোসেন মনা, জাবেদ হোসেন, মোহাম্মদ হানিফ, তোফাজ্জল হোসেন, খোকন মোল্লা, আবুল বাশার, জসিম উদ্দিন তালুকদার, মো. ফারুক, নুরুল হক, মো. সুমন, হানিফ রানা, রাসেল আহমেদ, মাসুদ রানা, জীবন মিয়া, মোহাম্মদ জাহিদ, সানি আহমেদ, মোহাম্মদ হোসাইন, মো. মাসুদ, মোহাম্মদ জসিম, মাইনুদ্দিন, রাজু রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন।

পাইকগাছা উপজেলা ও পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু ও সিনিয়র যুগ্ম আহবায়ক এডভোকেট মোমরেজুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। উপজেলা বিএনপির সাবেক সভাপতি ডাঃ আব্দুল মজিদ কে আহবায়ক ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক কে সদস্য সচিব করে ১৩ সদস্যের উপজেলা কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন ১ নং যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, যুগ্ম আহবায়ক আবুল হোসেন, কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সম্মানিত সদস্য এসএম এমদাদুল ইসলাম,

সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন ডাবলু, আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জিএম আব্দুস সাত্তার, বেনজির আহমেদ লাল, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, আবু তালেব ও এডভোকেট একরামুল হক বিশ্বাস।

অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সাবেক সিনিয়র সহ সভাপতি আসলাম পারভেজ কে আহবায়ক এবং সাবেক পৌর আহবায়ক সেলিম রেজা লাকি কে ১ নং যুগ্ম আহবায়ক করে ৫ সদস্য বিশিষ্ট পৌরসভা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ, সাবেক পৌর সদস্য সচিব মোস্তফা মোড়ল ও এসএম মোহর আলী।

আলোচিত খবর

কালিয়াকৈরে ”হোপ ফর চিলড্রেন” এর উদ্যোগে বিনামূল্যে বীজ ও চারা বিতরণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর মডেল পাবলিক স্কুল মাঠে সোমবার সকালে
বিলিভার্স ইষ্টার্ন চার্চ কতৃক পরিচালিত হোপফর চিলড্রেনের উদ্যোগে ৭০ জন রেজিস্টার শিশুদের পরিবার ও উপকারভোগীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রকারের বীজ, সার ও চারা বিতরণ করা হয়েছে।
বিলিভার্স ইস্টার্ন চার্চ এর ডিকন জয়দেব বর্মনের সভাপতিত্বে ও হোপ ফর চিলড্রেনের প্রজেক্ট কো-অর্ডিনেটর বাপ্পি খৃষ্টদাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ ফর চিলড্রেন এর ন্যাশনাল প্রোগ্রাম কো-অর্ডিনেটর সজীব ত্রিপুরা, বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল সিএস কো-অর্ডিনেটর তপানা ত্রিপুরা,উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ শওকত হোসেন,বিশিষ্ট সমাজসেবক শাহ আলম হোসেন।
এসময় প্রধান অতিথি বলেন হোপফর চিলড্রেন শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি নিয়ে কাজ করছে। কালামপুর গ্রামে রেজিস্ট্রার শিশু ও গরীব শিশুরা যাতে পুষ্টিকর খাবার পায় তার জন্য হোপ ফর চিলড্রেনের মাধ্যমে বাড়ির আঙিনায় শাক-সবজি চাষের জন্য বীজ বিতরন করা হয়েছে।
বীজ বিতরণ অনুষ্ঠানের প্রশিক্ষণ প্রদান করে

আরও পড়ুন

সর্বশেষ