নেত্রকোনার পূর্বধলায় ঢাকা হতে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জারিয়ার বালুঘাটা নামক জায়গায় ইঞ্জিনে আগুন ধরে যায়।
রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, ঢাকা হতে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ১৬ ও ১৭ নং ব্রিজের মাঝখানে বালুঘাটা নামক খোলা জায়গায় পৌছালে হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখতে পান ট্রেনের চালক। পরে ড্রাইভার কৃষ্ণ কুমার রায় তাৎক্ষণিকভাবে ট্রেন থামিয়ে দেন। পরে রেলওয়ের সিভিল কর্মচারী ও স্থানীয় জনতার সাহায্যে পার্শ্ববর্তী ধানক্ষেত ও ডোবা থেকে পানি এবং কাঁদা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময়ে স্থানীয় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে সহযোগিতা করে। এতে কেউ হতাহত হয়নি।
পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারী আব্দুল মোমেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি বেলা ১১:৪০ মিনিটে জারিয়ার বালুঘাটা ব্রীজের কাছে পৌঁছালে হঠাৎ ট্রেনের ইঞ্জিনে আগুন লেগে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
খবর পেয়ে ১.১৫ মিনিটে অতিরিক্ত একটি ইঞ্জিন ময়মনসিংহ থেকে এসে ট্রেনে যুক্ত হয়ে জারিয়ার উদ্দেশে ছেড়ে যায়। পরে ১:৫০ মিনিটে জারিয়া হতে পূর্বধলার দিকে ট্রেনটি ছেড়ে গেছে। বর্তমানে ময়মনসিংহ জারিয়া রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।