চট্টগ্রাম মহানগরীতে স্বামী পঞ্চম বিয়ে করায় এলোপাতাড়ি কুপিয়ে খুন করেছে এক নারী। রোববার রাত ২টার দিকে নগরীর হালিশহর থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটেছে।পুলিশ তাকে গ্রেফতার করেছে। নিহত মো. আলাউদ্দিনের (৩৬) বাড়ি নোয়াখালী জেলায়। পেশায় রিকশাচালক ও দিনমজুর বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ঘাতক নারী খুনের শিকার ব্যক্তির চতুর্থ স্ত্রী। তাকে না জানিয়ে পঞ্চমবার বিয়ে করায় ক্ষুব্ধ হয়ে ওই নারী তার স্বামীকে খুন করেন।
গ্রেফতার নুরহাহানের (২৩) বাবার বাড়িও নোয়াখালী জেলায়। স্বামী আলাউদ্দিনের সঙ্গে তিনি নগরীর হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকায় একটি কলোনিতে ভাড়া বাসায় থাকতেন।হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান জানান, নুরজাহান আলাউদ্দিনের চতুর্থ স্ত্রী। তালাক না হলেও আগের তিন স্ত্রীর সঙ্গে আলাউদ্দিনের কোনো সম্পর্ক ছিল না। সম্প্রতি নুরজাহান জানতে পারে, তাকে না জানিয়ে আলাউদ্দিন গোপনে আরেকটি বিয়ে করেছে। এতে তাদের মধ্যে মনোমালিন্য হয়। এর প্রতিশোধ নিতে রাত ২টার দিকে নুরজাহান বাসায় তার স্বামীকে এলোপাতাড়ি কুপিয়ে খুন করে।
ওসি জানান, ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়েছে। খুনের পর লাশের পাশেই বিধ্বস্ত অবস্থায় বসে ছিলেন নুরজাহান। হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। এছাড়া হত্যায় ব্যবহৃত রক্তমাখা দা-ও উদ্ধার করে পুলিশ। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।