সোমবার (২৪ ফেব্রুয়ারী) দুপুর ২ টার সময় গাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে কোনাবাড়ী ক্যামব্রিজ কলেজ, এইচ এম আরিফ কলেজ, হাতিমারা স্কুল এন্ড কলেজ এবং কুদ্দুস নগর স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ সমাবেশ করেন।
বিক্ষোভ মিছিলটি মহানগরীর কোনাবাড়ী বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে থেকে শুরু হয়ে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পল্লী বিদ্যুৎ হয়ে পুনরায় বিসিক শিল্প নগরীর-১ নং গেটের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা নতুন বাংলাদেশে কেউ যেন আর ধর্ষণের স্বীকার না হন,সেই দাবি জানান।
তারা বলেন, অভ্যুত্থানের সময় যে নারীরা সামনে শাড়ি থেকে ভূমিকা রেখেছেন তারা আজ ঘরে বাইরে নিরাপদ বোধ করে না। সারা দেশে একের পর এক ধর্ষণ,নারী নির্যাতন ও শিশু ধর্ষণের মতো ঘটনা ঘঠেছে হরহামেশাই। কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে।
বিক্ষোভ সমাবেশে এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। দড়ি লাগলে দড়িনে ধর্ষককে ফাঁসিদে। তোমার আমার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই।