পাবনার ভাঙ্গুড়ায় ভূমি অফিসের অনুমতি ছাড়াই ফসলি জমিতে পুকুর খননের অপরাধে পুকুর মালিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের পোড়াদহ বিলে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)তাসমীয়া আক্তার রোজী ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৫ হাজার টাকা জরিমানা করেন। অভিযুক্ত পুকুর মালিক ইউসুফ আলী ভাঙ্গুড়া সদর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আজগর আলীর ছেলে।
জানা যায়, ইউসুফ আলী নিয়ম-নীতির তোয়াক্কা না করে ভূমি অফিসের অনুমতি ছাড়াই পোড়াদহ বিলের মধ্যে এক্সেভেটর (ভেকু) দিয়ে ফসলি জমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত ফসলি জমির মাটি কেটে পুকুর খননের অপরাধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ মোতাবেক পুকুর মালিক ইউসুফ আলীকে সতর্কতামূলক ৫ হাজার টাকা অর্থদণ্ড দন্ডিত করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশ।
ঘটনা সত্যতা নিশ্চিত করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাসমীয়া আক্তার রোজী বলেন, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুর খননের কোন সুযোগ নেই। আমাদের এই অভিযান পরবর্তীতেও অব্যাহত থাকবে।