
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মীর হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোবায়ের আহমদ, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুল হুদা তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোতাহার হোসেন জামাল, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মেজবাউল আলম, উপজেলা আনসার ও ভিডিপি অফিসার মুস্তাকিমুল হক, চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।
এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, উপজেলা গ্রাম আদালত সমন্বয়কারী মোহর আলী, বিজিবির আমানগন্ডা বিওপির সুবেদার মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটিজির কর্মকর্তা আবু বকর সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংকের উপজেলা ব্যবস্থাপক সাইফুল ইসলাম সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যানবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সভায় বক্তারা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক নিয়ন্ত্রণ ও প্রচারণা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ সহ আসন্ন পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করে জনসাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার পদক্ষেপ নেয়ার প্রস্তাব তুলে ধরেন।