এই কার্ডটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ছাত্ররা অভ্যুথান করেছিল। যে সমাজে থাকবে না মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং ও ইভটিজিং। ছাত্র-ছাত্রীরা নিয়মিত পড়ালেখা করবে। সকল অন্যায়ের প্রতিবাদ করবে। পিতা-মাতাকে এ ব্যাপারে সচেতন হতে হবে। শনিবার(২২ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে সিএফসিসি ও ফুলকলি সংগীত একাডেমীর উদ্যোগে মাদক, বাল্য বিবাহ, কিশোর গ্যাং, ইভটিজিং প্রতিরোধে আলোচনা সভা এবং বসন্তবরণ-২০২৫ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এতে প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ইন্সপেক্টর তদন্ত গুলজার হোসেন। বিশেষ অতিথি ছিলেন দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র সাব এডিটর সা মোঃ মছিহ রানা, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন ভুঁইয়া।

সিএফসিসি ও ফুলকলি সংগীত একাডেমীর প্রতিষ্ঠাতা ইউসুফ মজুমদারের সভাপতিত্বে ও আবদুর রব লাভলুর সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংবাদিক ফখরুদ্দিন ইমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক হোসাইন মামুন, আবদুর রউপ, সবুজ খন্দকার, ইমাম হোসেন শরীফসহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।











