ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল দি-সানরাইজ কিন্ডারগার্টেন স্কুলে ৩ দিনব্যাপী বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার বিকেল ৪টায় বিদ্যালয় মাঠে প্রতিষ্ঠানের প্রধান মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণ বাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মামুন । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঠাকুরগাঁও ৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, বিশেষ অতিথি বিএনপির সভাপতি আতাউর রহমান, সাবেক অধ্যাপক আনোয়ারুল ইসলাম, রাণীশংকৈল ডিগ্রি কলেজ বাংলা বিভাগের সহকারী অধ্যাপক প্রশান্ত বসাক, অভিভাবক রফিকুল ইসলামসহ আরো অনেকে। পুরস্কার বিতরণ ও আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।