
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা হাজী মোকদম প্লাজা ও দেওয়ার বাজারে মোবাইলের দোকানে চুরি করতে গিয়ে চার চোর হাতেনাতে ধরা পড়েছে।
পৃথক ঘটনায় তাদের আটক করা হয়। প্রথমে ঘটনাটি ঘটে চন্দ্রা হাজী মোকদম প্লাজায়, যেখানে ৩ চোর মোবাইলের দোকানে চুরি করতে গেলে স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে ফেলেন। এছাড়াও দেওয়ার বাজারের দোকানে চুরি করার সময় আরও ২ জন চোর ধরা পড়ে।তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-ঠিকানা জানা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধরে থানায় দিয়েছে।
কালিয়াকৈর থানার (উপ পরিদর্শক) এসআই আবুল কালাম আজাদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দোকানগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।