
পবিত্র মাহ রমজান উপলক্ষে নিত্য প্রয়াজনীয় পণ্যর মূল্য নিয়ন্ত রাখত আজ ১ মার্চ শনিবার চট্টগ্রাম জলা প্রশাসনর বাজার মনিটরিং টা¯ফার্সর উদ্যাগ মহানগরীর পাহাড়তলী ও রিয়াজউদ্দিন বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। দুই বাজার বিভিন অপরাধ ১১ মামলায় মোট ৫৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসক ও বিজ্ঞ জলা ম্যাজিস্ট্রট ফরিদা খানমের নির্দেশে পরিচালিত পথক অভিযান নেতত্ব দেন কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মহদী হাসান এবং বাকলিয়া সার্কলর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণা।
কাট্টলী সার্কলর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাহাম্মদ মহদী হাসান জানান, পাহাড়তলী বাজার মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন মুদি দোকান, দিনদিন কাঁচা বাজার এর দোকান, ফলের দোকান, মুরগী ও গরুর মাংসের দোকান মূল্য তালিকা না থাকা ও পণ্যের অতিরিক্ত মূল্য নয়ার অভিযাগ মাট ৭টি মামলায় ১৮ হাজার টাকা জরিমানাসহ সতর্ক করা হয়। একইসাথ নিত্য প্রয়াজনীয় দ্রব্যসমূহর বিক্রয়র দাকানসমূহ বিশষভাব নজরদারির পাশাপাশি মজুদদারির বিষয় সকল বিক্রতাক সতর্ক করা হয়।
বাকলিয়া সার্কলর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট মাসুমা আক্তার কণা জানান, রয়াজউদ্দিন বাজার মাবাইল কার্ট পরিচালনাকাল বিভিন মুদি দাকান, দনদিন কাঁচা বাজারর দাকান, ফলর দাকান, মুরগী, ডিম, মাংসর দাকান মূল্য তালিকা না থাকা ও পণ্যর অতিরিক্ত মূল্য নয়ার অভিযাগ মাট ৪টি মামলায় ৩৮ হাজার টাকা টাকা জরিমানা করা হয়।একইসাথ নিত্য প্রয়াজনীয় দ্রব্যসমূহর বিক্রয়র দাকানসমূহ বিশষভাব নজরদারির পাশাপাশি মজুদদারির বিষয় সকল বিক্রতাক সতর্ক করা হয়। পৃথক পৃথক অভিযান ভোক্তা অধিকার, বাজার মনিটরিং কমিটির সদস্য ও মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট।
