ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নেকমরদ ইউনিয়নে
হাত-পা বাঁধা অবস্থায় খাইরুল ইসলাম (৫৮) নামের এক নৈশ্য প্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১মার্চ)বেলা ১১ টার দিকে উপজেলার নেকমরদ ইউনিয়নের বামনবাড়ী শামসুদ্দিন হাসকিং মিলের পাশে একটি ভুট্টা ক্ষেত থেকে ইমামের মরদেহ উদ্ধার করা হয়। নিহত খাইরুল ইসলাম নেকমরদ ভবানন্দপুর এলাকার মৃতঃ নাছির উদ্দীনের ছেলে। তিনি ইমামের পাশাপাশি দীর্ঘদিন ধরে শামসুদ্দিন হাসকিং মিলের নৈশ্য প্রহরীর দায়িত্বে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান,খাইরুল ইসলাম শামসুদ্দিন হাসকিং মিলে প্রায় ৪ বছর যাবত নৈশপ্রহরীর দায়িত্বে আছেন, এছাড়াও তিনি মতিন মার্কেট মসজিদে ইমামতি করেন। তিনি অনেক ভালো মানুষ ছিলেন। রাতে ওই মিলে চুরি করার সময় দেখে ফেলায় হয়তো তাকে হত্যা করা হতে পারে।
এ বিষয়ে জানতে চাইলে রাণীশংকৈল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরশেদুল হক বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে হাসকিং মিলের দুই গেটের চারটি তালা কাঁটা অবস্থায় পেয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মিলের মূল্যবান যন্ত্রাংশ চুরি দেখে ফেলায় তাঁকে হত্যা করা হতে পারে। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।