উপজেলার তেলিরচালা এলাকার লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট ব্যবসা দখল করারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ আগস্টের পর থেকে লগুজ এপারেলস লিমিটেড কারখানার ঝুট কোনো দলেরই নিয়ন্ত্রণে ছিল না। সম্প্রতি বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল ও গাজীপুর জেলা বিএনপির সদস্য সচিব চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকী সমর্থিত স্থানীয় বিএনপির দুটি গ্রুপ মরিয়া হয়ে ওঠেন ওই কারখানার ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণ নিতে।
শনিবার সকাল থেকেই কাজী ছাইয়েদুল আলম বাবুলের সমর্থক গাজীপুর জেলা যুবদলের বহিষ্কৃত সদস্য সচিব এডভোকেট রফিকুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক এবং চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর সমর্থক নজরুল ইসলাম ও তার কয়েকজন সমর্থক দফায় দফায় লগুজ এপারেলস লিমিটেড কারখানার সামনে মহড়া দেয়। মহড়ার এক পর্যায়ে দুই গ্রুপের সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে থমথমে পরিবেশ বিরাজ করছে ওই এলাকায়।
এ বিষয়ের বিএনপি নেতা নজরুল ইসলাম বলেন, ‘বহিষ্কৃত যুবদল নেতা রফিকুল ইসলামের নেতৃত্বে ওই কারখানা থেকে ঝুটের মালামাল বের করতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত দশজন আহত হয়েছেন।’
এডভোকেট রফিকুল ইসলাম বলেন, ‘কাজী ছাইদুল আলম বাবুলের সমর্থক মোশারফ হোসেনের নামে কারখানা কর্তৃপক্ষ ঝুটের মালামালের ডিউ করে। পরে কারখানা থেকে মালামাল বের করতে গেলে অন্যরা বাধা দেয়। সকলেই দলীয় লোক, সামান্য ধাক্কা-ধাক্কির ঘটনা ঘটেছে। তবে কয়েকজন সমান্য আহত হয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির ইনচার্জ মো. আব্দুস সালাম জানান, বিএনপি নেতা কাজী সাইয়েদুল আলম বাবুল ও চৌধুরী ইসরাক আহমেদ সিদ্দিকীর দুগ্রুপ কারখানাটির ঝুটের ব্যবসা নিয়ন্ত্রণে নিতে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো পক্ষ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুইপক্ষের মধ্যে সামান্য উত্তেজনার সৃষ্টি হয়েছিল। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দুইপক্ষকে শান্ত করেছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কেউ অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।