চট্টগ্রামের সাতকানিয়ায় রোববার ২মার্চ দুপুরে কেরানীরহাটে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে পণ্য ক্রয়ের রশিদ সংরক্ষণ, মূল্য তালিকা প্রদর্শন, পণ্যের
মজুত পর্যবেক্ষণ করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২ টি মামলায় ১,০০০ ( এক হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর সরোয়ার কামাল, থানা পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ।