তোমার আমার বাংলাদশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় জাতীয় ভোটার দিবস উদযাপিত হয়েছে।দিবসটি উপলক্ষে উপজেলা প্রশসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে (২ মার্চ) রোববার বেলা ১১টার দিকে উপজেলা চত্বরে র্যালি সম্পন্ন করে উপজেলা অডিটরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুয়েল আহমেদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপির আহ্বায়ক সেলিম কার্নায়েন, পৌর বিএনপির আহ্বায়ক ফজলুল হক মাসুম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম মিয়া, থানার পরিদর্শক (তদন্ত) শফিকুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা হাবিবুর রহমান, সাংবাদিক এস এম সারোয়ার খোকন, সাইফুল আরিফ জুয়েল, শ্যামল চৌধুরী, আজহারুল ইসলাম প্রমুখ।