প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ঢাকার ২০টি এলাকায় সুলভ মুল্যে গরুর মাংস, মুরগি ও ডিমসহ বিভিন্ন প্রাণীজ পণ্য বিক্রি কার্যক্রম শুরু করার ঘোষনা দিলে ক্যাব চট্টগ্রামের উদ্যোগে বিগত ২০ ফেব্রুয়ারি ২০২৫ চ্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানমের সাথে সাক্ষাৎ করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বরাবরে স্মারকলিপি দাখিল করেন। জেলা প্রশাসক ও ক্যাব চট্টগ্রামের দাবির সাথে একমত প্রকাশ করেন। স্মারকলিপি পেশ কালে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর ও ক্যাব পাঁচলাইশের আবদুল আওয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
তারই ধারাবাহিকতায় "আমিষেই শক্তি, আমিষেই মুক্তি" প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২ মার্চ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তর চট্টগ্রাম এর উদ্যোগে মেট্রো প্রাণিসম্পদ দপ্তর, কোতোয়ালি, চট্টগ্রামে পবিত্র রমজানে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রয় কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক চট্টগ্রাম জনাব ফরিদা খানম। এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক),চট্টগ্রাম জনাব মোঃ কামরুজ্জামান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম, ক্যাব চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সদরঘাট থানা সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, ক্যাব সদস্য সায়েরা বেগমসহ আরো অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এই কর্মসূচির আওতায় রমজান উপলক্ষে চট্টগ্রাম নগরের কোতোয়ালি মোড়, কাজির দেউড়ি, আমবাগান(ঝাউতলা) ও চকবাজারে ট্রাকের মাধ্যমে গরুর মাংসের দাম প্রতি কেজি ৭০০ টাকা, দুধ প্রতি লিটার ৮০ টাকা এবং ডিম প্রতি ডজন ১১০ টাকায় বিক্রয় শুরু করা হয়। ক্যাব চট্টগ্রাম আশা করে পুরো রমজান মাস জুড়ে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং নগরবাসী সাশ্রয়ী মুল্যে পণ্যগুলো পাবেন এবং প্রাণীজ আমিষের ঘাটতি মোকাবেলায় কিছুটা হলেও উপকৃত হবে।