‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতকানিয়ায় সপ্তম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিস্তা করিম সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আইসিটি অফিসার আনোয়ার হোসাইন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শামসুদ্দীন,উপজেলা মৎস্য কর্মকর্তা জাকিয়া আবেদীন উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তৃতায় উপজেলা নির্বাচন অফিসার রিকল চাকমা বলেন,এবারের ভোটার দিবসের প্রতিপাদ্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নির্বাচন একটি উৎসবের মত। নতুন ভোটারদের মাঝে এই খুশিটা আমরা লক্ষ্য করে থাকি।’
তিনি বলেন, ‘আমরা নতুন ভোটারদেরকে আরও উৎসাহ দিব। যাদের বয়স আঠারো বছর তারা যেন ভোটার হতে পারে তার জন্য সহায়তা করব।