
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ ও ন্যায্য মূল্য বজায় রাখার লক্ষ্যে সেনবাগ ও সেবারহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। সেনবাগ বাজার ও সেবারহাটে সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতে পরিচালিত হয়েছে। ৬০হাজার টাকা জরিমানা সহ ১জনকে ৩দিনের কারাদণ্ড প্রদান করা হয়। এসময় অভিযানে সহায়তা করেন, সহকারী কমিশনার (ভূমি) জাহিদুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ও সেনবাগ থানার পুলিশ বাহিনী।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সেনবাগ বাজারের ভোজন বিলাস কে ৩০ হাজার টাকা , তাজ নাহার হোটেল কে ৫ হাজার টাকা, পঁচা মিষ্টি ও মিষ্টিতে তেলাপোকা পাওয়াতে সেবারহাটে মুসলিম হোটেল কে ২৫ হাজার টাকা জরিমানা ও মালিককে ৩ দিনের কারাদণ্ড দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মহিউদ্দিন জানিয়েছেন, সেনবাগ উপজেলায় জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে। জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং যেকোনো অনিয়মের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।