: জ্বালানি তেল বিপণনের রাষ্ট্রায়ত্ত্ব প্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেড লেবার ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদ নিরঙ্কুশ জয় পেয়েছেন। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচন শেষে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে পুনরায় জয়লাভ করেন আবুল হোসেন। তিনি ভোট পান ২৩০টি। আর তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী শরাফত দৌল্লাহ পান মাত্র ৮ ভোট। সাধারণ সম্পাদক পদে মুহাম্মদ এয়াকুব পান ২৩২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোরশেদ হোসেন পান মাত্র ৫ ভোট। শুধুমাত্র দুটি পদে প্রার্থী দিতে সক্ষম হয় প্রতিদ্বন্দ্বী পরিষদ। সেই দুটি পদেও হেরে যায় তারা।
এর আগে ১৯টি পদের মধ্যে আবুল হোসেন-মুহাম্মদ এয়াকুব পরিষদের ১৭ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেন। তারা হলেন— কার্যকরী সভাপতি জয়নাল আবেদীন, সহ সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জামশেদ হোসেন ও খোরশেদ আলম, সহ সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ মান্নান, কোষাধ্যক্ষ কামরুজ্জামান, দপ্তর সম্পাদক আবুল কাশেম, সহ দপ্তর সম্পাদক মো. ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক ইদ্রিস মিয়া, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আবদুল জব্বার, আইন ও দরকষাকষি সম্পাদক আবদুল আজিজ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান, সমাজকল্যাণ সম্পাদক সুজন মাহমুদ, কার্যকরী সদস্য জসিম উদ্দিন ও মো. ফোরকান।