চট্টগ্রামের মুরাদপুরে সড়ক অবরোধ করেছেন অটোরিক্সা-মাহিদ্রা চালকরা। অটোরিক্সা-মাহিদ্রার বিরুদ্ধে মামলা দেওয়ার প্রতিবাদে তারা এই অবরোধ করেন। এতে একঘণ্টা ধরে সড়কের একলেন পুরোপুরি বন্ধ হয়ে যায়। ফলে মুরাদপুরের আশপাশের এলাকা, বহদ্দারহাট, রাহাত্তারপুল, কালামিয়া বাজার ও নতুনব্রিজে তীব্র যানজট সৃষ্টি হয়। সড়কে আটকা পড়ে বাস-ট্রাকসহ শতশত গণপরিবহন। এতে চরম ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চালকেরা। এ সময় তারা ট্রাফিক পুলিশের মামলা বিরুদ্ধে মামলা বাণিজ্যসহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে। এক পর্যায়ে চালকরা সড়কে বসে পড়েন।চালকরা বলেন, বিনা কারণে আমাদের মামলা দেওয়া হচ্ছে। ৫০০ টাকার মামলা এখন ৬ হাজার টাকা করা হয়েছে। বর্তমানে পুলিশেরা ঝামেলা করছে। এখন টাকা বেশি নিচ্ছে। এখন ডাবল মামলা দিচ্ছে।
১৫ বছর আগে ৫শ’ টাকা ১ হাজার টাকার উপর মামলা ছিল না। এখন ৫ হাজার টাকা-১০ হাজার টাকা, এমকি ১৫ হাজার টাকার মামলা দেওয়া হচ্ছে। এটাতো জুলুমি মামলা। আমরা বলব এটি ডাকাতি মামলা। আমরা এসব মামলা থেকে বাঁচতে চাই।