চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের পুরাতন বাজারের গোয়াল পাড়ায় অবস্থিত ঢাকা চাঁপাই ষ্টোরের চুরি করার সময় হাতেনাতে ধরা পড়েছে মেরাজ নামের এক চোর।
মেরাজ চাঁপাইনবাবগঞ্জে পৌর এলাকার রাজারামপুরের মোঃ শাহালাল হোসেন এর ছেলে।
ধৃত চোর মেরাজ দির্ঘ্য দিন থেকে ভিন্ন কায়দায় বিভিন্ন সময় দোকান, ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছে, কখনো দোকানে চাকরী করা অবস্থায় সেই দোকানেরই ক্যাশ থেকে টাকা চুরি, আবার কখনো ক্রেতা সেজে বিভিন্ন দোকানের মালামাল চুরি করার অভিযোগ তার বিরুদ্ধে।
জানাগেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের ডিসি মার্কেট এলাকার ‘মের্সাস শাওন ট্রেডার্স’ এ কর্মরত থাকা অবস্থায় বিভিন্ন সময় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে ২০২২ সালের অক্টোবরে ধরা পরে মেরাজ, সে সময় উল্টো মামলা থেকে বাঁচতে শাওন ট্রেডার্স এর মালিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন এই চোর।
এ বিষয়ে মেসার্স শাওন ট্রেডার্স এর মালিকের ছেলে সামিরুল আলম শাওন বলেন, মেরাজ দির্ঘ্য ১২ বছর আমাদের দোকানে চাকরী করা অবস্থায় প্রায় ১ কোটি ২৮ লক্ষ টাকা চুরি করে, তার নামে আদালতে মামলা চলমান, এখন প্রায় শুনতে পাই মেরাজ চুরি করে ধরা পড়ছে।
ঢাকা চাঁপাই ষ্টোরের মালিক বলেন, গত এক সপ্তাহ আগে এই ছেলে আমার দোকানে চুরি করেছিলো। আজ আবারও চুরি করতে এসে সে ধরা পরেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এএসআই আলমগীর হোসেন বলেন, তাকে থানায় আনা হয়েছিলো, ঢাকা চাঁপাই ষ্টোরের মালিক কোন অভিযোগ না করায়, মেরাজের পিতার জিম্মায় মুচলেকা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে।