মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল নেত্রকোনা।
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় কলমাকান্দা সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ই মার্চ) দুপুর ১২টায় কলেজ রোডে সারাদেশের ন্যায় দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা নিপীড়ন, ধর্ষণ,অনলাইনে হেনস্তা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও বিচারহীনতার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
উক্ত মানববন্ধনে ছাত্রদলের নেতারা ও শিক্ষার্থীরা ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড বাস্তবায়ন করতে হবে। "আমার বোনের কান্না,আর না,আর না" "আমার সোনার বাংলায় ধর্ষকদের ঠাঁই নাই " স্লোগানে স্লোগানে ছাত্রদল ও শিক্ষার্থীরা ১ঘন্টা ব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন, কলমাকান্দা সরকারি কলেজ শাখার ছাত্রদল কর্মী মোস্তাকিম শুভর সঞ্চালনা বক্তব্য রাখেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিহাব আহমেদ রাসেল,সদস্য সচিব,মোকাম্মেল হক,যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান,যুগ্ম আহ্বায়ক এনামুল হক প্রমূখ। মানববন্ধনে সাধারণ শিক্ষার্থী সহ সংগঠনটির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।