সিএমপি কোতোয়ালি থানার অভিযানে একজন গ্রেফতার হয়েছে।
সিএমপি'র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মহোদয় এর সার্বিক দিক-নির্দেশনায়, সহকারী পুলিশ কমিশনার(কোতোয়ালি জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুল করিম এর নেতৃত্বে ১০ মার্চ এস আই (নিঃ) নওশের কোরেশি , ইনচার্জ আসকার দীঘি পুলিশ ফাঁড়ি, এএসআই( নি:) ,ফিরোজ আলী এএসআই (নিঃ) জসীম উদ্দিন সহ সিআর ৫৭৫/১৭ এর সাজা পরোয়ানাভুক্ত আসামি মো: এনামুল করিম শহীদুল্লাহ (৪৫) পিতা:মৃত সালাম চৌধুরী, সাং- আসকার দীঘির দক্ষিণপাড়, থানা:কোতোয়ালি চট্টগ্রাম কে কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতার পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দকরন প্রক্রিয়াধীন।