চট্টগ্রাম মহানগরে এক তরুণ আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার রাত ৩টার দিকে পতেঙ্গার নাজির পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।ওই তরুণের নাম হল মো. রিয়াদ (১৮)। সে নাজিরপাড়া বদি মাস্টার বাড়ির মো. ওসমানের পুত্র।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন দেখা গেছে। বাবার বকুনি খেয়ে অভিমানে সে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
জানা যায়, বাবা বকাঝকা করায় ঘরের পাশে ফাঁসিতে ঝুলে রিয়াদ আত্মহত্যা করে।পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রিয়াদকে মৃত ঘোষণা করেন।