নেত্রকোনা সদর উপজেলার ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের বাংলা বাজারে ইজারাদারকে টোল আদায়ে বাধাঁ এবং চাঁদা দাবির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বাজার বুঝিয়ে দেওয়ার দাবী জানান বাংলাবাজারের ইজারাদার ও এলাকাবাসী।
নেত্রকোনা জেলা প্রেসক্লাবের হলরুমে (১৩)ই মার্চ বৃহস্পতিবার বিকেলে এ সংবাদ সম্মেলন করেন সদ্য ইজারা পাওয়া সিংহের বাংলা বাজারের ইজারাদার মোঃ ফুল মিয়াসহ অন্যরা।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি সকল বিধি মোতাবেক উপজেলা পরিষদ কর্তৃক ইজারা চুক্তি দলিল সম্পাদন হয়।
কিন্তু সিংহের বাংলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কিছু বিএনপি নেতাকর্মী ও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ইজারাদার ফুল মিয়ার কাছে চাঁদা দাবী করেন। চাঁদা না দিলে বাজারে উঠতে দিবেনা বলে উল্টো মারধরের হুমকি দেয়। বর্তমান এই পরিস্থিতি থেকে রক্ষা পাওয়ার জন্য তিনি সরকার ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।