রাজশাহী ভদ্রার মোড়ে, জামালপুরে ১০ টাকার স্কুল খুলে সেবা দিচ্ছেন সাজ্জাদ আলী। সুবিধা বঞ্চিত অসহায় গরীব সন্তানের মাঝে শিক্ষার আলো ছরিয়ে দেওয়ায় সাজ্জাদ আলীর উদ্দেশ্য। কথা বললাম সাজ্জাদ আলী সাহেব সাথ। তারই এই, মহত, উদ্দোগ দেখে আমরা একটি ভিডিও করলাম বাচ্চাদের বাচ্চাদের স্কুল খাতা কলম পেন্সিল দেন সাজ্জাদ আলী । প্লে থেকে প্রথম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করাচ্ছেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত করার ইচ্ছা আছে উনার। সমাজের বিদ্যমান্য এগিয়ে আসলে হয়তো উনি আরো এগিয়ে যেতে পারবেন।