চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি বাজার এলাকায় ১৬ই মার্চ রোববার দুপুরে বাজার মনিটরিং অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
অভিযানের সময় ১টি রেস্তোরাঁয় লাইসেন্স না থাকায় এবং ১টি মুদির দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় যথাক্রমে হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় ২ জন কে ২টি মামলায় ৮০০০ (আট হাজার ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানে সহায়তা করেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ। জনস্বার্থে উপজেলা প্রশাসন এর অভিযান অব্যাহত থাকবে বলে জানান।