চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ৮নং ঢেমশা ইউনিয়নে রোববার (১৬-মার্চ) ইউনিয়ন পরিষদ ভবনে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্মসূচির পণ্য বিতরণ বিতরণ করা হয়েছে। এই উর্দ্ধমুখি বাজার দরের যাতাকলে বছর জুড়ে টিসিবি পণ্যে অনেকটাই স্বস্তি ফিরেছে স্বল্প আয়ের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত ও নিম্ম আয়ের খেটে খাওয়া কার্ডধারী পরিবারের মানুষের মাঝে। বিশেষ করে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো স্বল্পমূল্যে পেয়ে বেজায় খুশি ইউনিয়নের সুবিধাভোগীরা।
বিতরণকালে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের বলেন,যেহেতু ডিজিটাল স্মার্ট কার্ডের মাধমে টিসিবি বিতরণ করা হচ্ছে, সেহেতু কোন প্রকারের অনিয়ম করার সুযোগ নেই। তাই টিসিবি বিতরণে ডিলার কিংবা অন্য কারও কোন অনিয়ম করারও সুযোগ নেই।তিনি আরও বলেন, যেহেতু মোবাইল অ্যাপসে প্রতি গ্রাহকের তথ্য পূরণ করে টিসিবি পণ্য দিতে হচ্ছে,
সেহেতু একটু সময় লাগতে পারে। তাই ধৈর্য্য সহকারে সুবিধাভোগীদের শান্তিপূর্ণ পরিবেশে টিসিবি পণ্য গ্রহণ করে সরকারের গ্রহণ করা ভালো উদ্যোগকে শতভাগ সফল করার প্রতি অনুরোধ জানান।এসময় ইউপি সদস্য রমজান আলী, পলাশ সেন, সঞ্চিতা দাশ,নুর আয়েশা উপস্থিত ছিলেন।