কুমিল্লার চৌদ্দগ্রামে 'কুলাসার একটি ঐতিহ্যবাহী গ্রাম' ফেসবুক গ্রুপের উদ্যোগে ও ইসলামিক ট্রাস্ট অফ চ্যারিটির সার্বিক সহযোগিতায় ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনী ও কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। উপলক্ষে মঙ্গলবার উপজেলার আলকরা ইউনিয়নের কুলাসার বড় বাড়ি ঈদগাহ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা: লকিয়ত উল্লা মিলন। প্রধান মেহমান ছিলেন নবীনগর সরকারি কলেজের পদার্থবিজ্ঞান ও আইসিটি বিভাগের প্রধান ডঃ মো: সালাউদ্দিন আফসার।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর মোস্তফা কামাল, ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ গোলাম কিবরিয়া টিপু, সমাজসেবক মজিবুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক ফারুক হোসেন বাবু।
বিশিষ্ট সমাজসেবক জামাল হোসেন শামীমের সভাপতিত্বে ও গ্রুপের এডমিন আলাউদ্দিন মিশাদের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ মাওলানা কুতুব উদ্দিন, শফি উল্লাহ, কাজী লকিয়াতুল্লাহ মিয়া, আবুল হোসেন পাটোয়ারী, কাজী মাওলানা মহিউদ্দিন, কাজী জুলহাস জসিম, রকিবুল হাসান, ডাক্তার সাবির আহমেদ, রবিউল হোসেন রনি,
আব্দুল হক, আনোয়ার হোসেন, বেলাল হোসেন, নাছির আহমেদ মেম্বার, সাংবাদিক এএফএম রাসেল পাটোয়ারীসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ। গত ১৭ বছর পর সুন্দর ও সুশৃংখলভাবে ব্যতিক্রমী ঈদ পুনর্মিলনীর আয়োজন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছে অতিথিবৃন্দ। পরে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী কোমলমতি ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ, ক্রেস্ট ও পুরস্কারের নগদ টাকা বিতরণ করা হয়।