ঠাকুরগাঁওয়ে অগ্নিকান্ডে ঘটনার ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে জেলা যুবদল। অগ্নিকাণ্ডের পর ওই অসহায় মানুষগুলো খোলা আকাশের নিচে বসবাস করছিল হরিদাস বর্মন সহ তার ভাইয়ের তিনটি পরিবার।
ঠাকুরগাঁও জেলা যুবদলের উদ্যোগে সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের ফরিদপুর গ্রামে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিকভাবে সহযোগিতা, ঘরের টিন ও কম্বল বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা যুবদলের আহ্বায়ক আবু হানিফ মুক্তা, সদস্য সচিব জাহিদুর রহমান জাহিদ, সদর উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল,
রুহিয়া থানা যুবদলের সাধারণ সম্পাদক আলম, সাংগঠনিক সম্পাদক হেলাল, রাজাগাও ইউনিয়ন যুবদলের সভাপতি বেলাল হোসেন, সাবেক সভাপতি তাহিরুল, সাধারণ সম্পাদক মিলনসহ যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
এ সময় যুবদল নেতারা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর নির্দেশ এই পরিবারগুলোর পাশে দাঁড়ানো হয়েছে তাদের খোঁজখবর নেওয়া এবং কিভাবে তারা ভালো থাকবে সেই দিকটা তারা দেখছেন।
এদিকে অসহায় পরিবারগুলো জানান অগ্নিকাণ্ডের ঘটনায় তারা নিঃস্ব হয়েছে। শুধু পড়নের কাপড় ছাড়া আর কিছুই ঘর থেকে বের করতে পারেননি। আগুনের লেলিহান শিখায় সবকিছুই পুরে ছাই হয়ে গেছে। খুব কষ্টে খোলা আকাশের নিচে তারা দিন যাপন করছে। সবাই একটু সহযোগিতা করলে হয়তো বা তাদের থাকার জায়গাটুকু আবার তৈরি করা সম্ভব।