
খুলনা জেলার ফুলতলা থানা বিএনপি'র আহবায়ক শেখ আবুল বাসারের উপর সন্ত্রাসীদের বোমা হামালা'র ঘটনায় পাইকগাছায় বিএনপি পৃথক-পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে পৌর বাজারে বিএনপি'র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির ,যুগ্ম আহবায়ক আবুল হোসেন,সদস্য তুষার কান্তি মন্ডল,উপজেলা ছাত্রদল সভাপতি সরোজিৎ ঘোষ দেবেন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
এর পুর্বে একই স্থানে উপজেলা বিএনপি'র সদস্য সচিব সাবেক কাউন্সিল এসএম ইমদাদুল হকের সভাপতিত্বে ও ইউনুছ মোল্লার পরিচালনায় অনুরুপ কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক,যুগ্ম আহবায়ক তৌহিদুজ্জামান মুকুল, কাজী সাজ্জাদ আহম্মেদ মানিক, সাদেকুজ্জামান,সদস্য বেনজির আহম্মেদ লাল,সরদার ফারুক হোসেন, যজ্ঞেশ্বর কার্তিক,ছাত্রদল সম্পাদক সাদ্দাম হোসেনসহ দলীয় নেতা-কর্মীরা।
এদিকে একই সময়ে পুরোনো ঈগল কাউন্টারে পৌর বিএনপি'র আহবায়ক আসলাম পারভেজের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পৌর কমিটির যুগ্ম-আহবায়ক সাবেক কাউন্সিল ও প্যানেল মেয়র কামাল আহমেদ সেলিম নেওয়াজ,আতাউর রহমান, পৌর যুবদল আহবায়ক রুস্তম আলী ও সদস্য সচিব আনোয়ারুল ইসলামসহ দলীয় নেতা-কর্মী বৃন্দ।