বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও কক্সবাজার -৩ আসনের সাবেক সাংসদ জননেতা লুৎফুর রহমান কাজলের পক্ষ থেকে কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক ও কক্সবাজার জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আবুবক্কর ছিদ্দিকের নেতৃত্বে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (৭ এপ্রিল) বিকালে কক্সবাজার সদরের খুরুশকুল উচ্চ বিদ্যালয় মাঠে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ছাত্রনেতা আবুবক্কর ছিদ্দিক জানান, "শিক্ষা ও জ্ঞানের অগ্রযাত্রা নিশ্চিত করতে আমাদের সকলকে একত্রে শিক্ষা নিয়ে কাজ করতে হবে।"বাংলাদেশ শিক্ষার মান উন্নয়ন করার জন্য কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের পড়ালেখার প্রতি আরো মনোযোগী হতে হবে।
তিনি আরো জানান, এই উদ্যোগের মাধ্যমে পরীক্ষার্থীদের পড়াশোনার প্রতি উৎসাহ প্রদান এবং পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার সদর উপজেলা ও খুরুশকুল ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।