চট্টগ্রাম মহানগরীতে ফিলিস্তিনে গণহত্যা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল থেকে বিভিন্ন রেস্তোরাঁয় হামলা ও ভাঙচুরের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার তিনজন হলেন- জাহেদ হোসেন অপু (২৮), গোবিন্দ দত্ত (২৫) ও আব্দুল্লাহ আল মারুফ (২১)। এরমধ্যে আবদুল্লাহ আল মারুফ জহুর হকার্স মার্কেটের একটি দোকানের কর্মচারী বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার রাতে নগরীর কোতোয়ালী থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
ফিলিস্তিনে ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নগরীর আন্দরকিল্লা থেকে ৪৫ থেকে ৫০ জনের একটি বিক্ষোভ মিছিল চেরাগী পাহাড় মোড়ে এসে সমবেত হয়। মিছিলে থাকা বিক্ষুব্ধ জনতা চেরাগী পাহাড় মোড়ের কেএফসি রেস্তোরায় হামলা চালায় ও ভাংচুর করে। এরপর তারা মিছিল নিয়ে গিয়ে নগরীর কাজির দেউড়ির এস এস খালিদ রোডের সামনে ব্র্যাক লার্নিং সেন্টার ও ব্র্যাক ব্যাংকে হামলা চালায়। এতে ওই ভবনের সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে
কোতোয়ালী থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে। পরে অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিক তদন্তে সোমবার বিভিন্ন প্রতিষ্ঠানে হামলার ঘটনায় তাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে। যারা এসব ভাংচুর ও হামলার ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।